ত্রিশাল পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা
প্রকাশিতঃ ১১:৪৫ অপরাহ্ণ | মে ১৬, ২০১৮

ত্রিশাল প্রতিনিধি : ত্রিশাল পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের গণ শুনানী সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রস্তাবিত বাজেটের গণ শুনানী করেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান।
২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে উদ্বৃত্ত ৩লক্ষ ১৬হাজার ৩শত ৫৫টাকাসহ মোট ৮৭ কোটি ২১ লক্ষ ১৬ হাজার টাকার প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষণা করা হয়।
এতে রাজস্ব খাতে ৪ কোটি ৭১ লক্ষ ১৬ হাজার, গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় ৫ কোটি, এমজিএসপি প্রকল্পের আওতায় ১২ কোটি ২৫ লক্ষ, ৪০টি গ্রোথ সেন্টার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় ২৫ লক্ষ টাকা এবং বার্সিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৫ কোটি টাকাসহ সর্বমোট ২২ কোটি ৫০ লক্ষ টাকা উন্নয়ন খাতে আয় ধার্য করা হয়েছে।