|

ভালুকায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য মতবিনিময় সভা

প্রকাশিতঃ ৩:৪৭ অপরাহ্ণ | মে ১৭, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:  ভালুকায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে  উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র ডা: মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, রাজৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা,  ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম, ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল আমিন লিটন সহ উপজেলা প্রশসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email