|

শেখ হাসিনা এখন বিশ্বরত্ন : অনুপম শাহজাহান জয়

প্রকাশিতঃ ১২:৫৭ পূর্বাহ্ণ | মে ১৯, ২০১৮

মোজাম্মেল হক সজল, টাঙ্গাইল:  টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের এমপি অনুপম শাহজাহান জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জননেত্রী আর দেশরত্ন নেত্রী নয়, তিনি এখন বিশ্বরত্ন ও উন্নয়নের নেত্রী। প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁর মিশন-ভিশন দেশের গণ্ডি ছাপিয়ে মহাবিশ্বে বাংলাদেশকে নিয়ে গেছে।

এমপি জয় শুক্রবার বিকেলে তার বাড়িতে রাজনীতিক, সুধীজন, পেশাজীবি সংগঠন ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি অনুষ্ঠানে ইফতার পূর্ব বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।

এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকা সখীপুর-বাসাইল উপজেলার নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি বক্তব্যে তুলে ধরেন। এসব উন্নয়ন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই সম্ভব হয়েছে জানিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতার মসনদে বসাতে হবে।

ইফতার মাহফিলে সখীপুর-বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান-মেম্বার, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবি সংগঠনের লোকজনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email