মাদক সেবন করা আর না
প্রকাশিতঃ ২:৫৯ পূর্বাহ্ণ | মে ২৪, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
মাদক হলো যন্ত্রণা তা বুঝাতে পারি না,
সোনার বাংলা গড়বো সবাই মাদক মুক্ত সমাজ চাই।
সকলে মিলে কাজ করি সময় আর পাব না,
সুনির্ভর দেশ হবে নেশা আর থাকবেনা।
ঘৃনা করি মাদককে ভালবাসি সেবক কে,
মাদক যে খারাপ বুঝাতে হবে সে কথা শাসন দিয়ে নয় ভালবাসা দিয়ে।
মাদক সেবী বলে মাদক খেয়ে আনন্দ পাই যেখানে ঘুমায় সেখানে শান্তি পাই।
বুঝবে তুমি একদিন কাঁদতে হবে নিশিদিন ভাল হও,
ভাল হও,
জীবন হবে সুন্দর ফুটবে হাসি সকল মুখে দেখবে জগৎ বাসী।
সুধী আর গুণীজন আসতে হবে প্রতি জন পড়াতে হবে মাদকের কুফল সব শিক্ষাঙ্গনে।
লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।