ভারতে সম্মানজনক ডিলিট পাচ্ছেন শেখ হাসিনা
প্রকাশিতঃ ১২:৩৭ অপরাহ্ণ | মে ২৬, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: বাংলাদেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন ছিল গতকাল (শুক্রবার)। তবে আজ ভারতের পশ্চিমবঙ্গে কবির জন্মদিন উদযাপন করা হচ্ছে।
নজরুল জন্মজয়ন্তীতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। আজ এখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হবে সম্মানজনক ডিলিট।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাধন চক্রবর্তী। ডিলিট নেয়ার পর শেখ হাসিনা ভাষণ দেবেন। এরপর তিনি ফিরে যাবেন কলকাতায়।
বিকেলে কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবনে যাওয়ার কথার রয়েছে তার। সেখানে শেখ হাসিনাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর গানের একটি খাতা উপহার হিসেবে দেয়া হবে।