|

সম‌য়ে-অসম‌য়ে বন্ধু

প্রকাশিতঃ ৪:৩১ অপরাহ্ণ | মে ২৬, ২০১৮

মো. কামরুজ্জামান তুহিন:

কখ‌নো কখ‌নো একটু স্ব‌স্ত্বি‌তে থাক‌তে
‌তোমার মত কাউ‌কে হারা‌তে হয়,
কখ‌নো কখ‌নো একটু ভাল থাক‌তে
তোমার মত বন্ধু‌কে অানফ্রেন্ড কর‌তে হয়,
কখ‌নো কখ‌নো ‌নিরাপদ থাক‌তে
‌তোমার মত বন্ধু‌কে ব্লক কর‌তে হয়।।

কখ‌নো কখ‌নো তোমা‌কে খু‌শি কর‌তে
‌লাইক,‌রি‌য়েক্ট, ক‌মেন্ট কর‌তে হয়,
কখ‌নো কখ‌নো অযথা ঝা‌মেলা এড়া‌তে
‌নো‌টি‌ফি‌কেশন‌ অপশন‌কে কা‌জে লাগা‌তে হয়,
কখ‌নো কখ‌নো তোমার নজর কাড়‌তে
‌তোমা‌কে মেনশন কর‌তে হয়।।

কখ‌নো কখ‌নো তোমার সুদৃস্ট‌ি পে‌তে বন্ধু
ক‌মে‌ন্টেসে গদগদ ভাষা ব্যবহার কর‌তে হয়,
কখ‌নো কখ‌নো জোর ক‌রে হ‌লেও তোমা‌কে
ট্যাগ বা গ্রু‌পে এড কর‌তে বা বাদ দি‌তে হয়,
কখ‌নো কখ‌নো ম‌নের অজা‌ন্তেই বন্ধু
‌তোমার টাইম লাইন ঘু‌রে অাস‌তে হয়।।

কখ‌নো কখ‌নো গভীর রাত জে‌গে
ঘুমন্ত বন্ধু‌দের চিরত‌রে হারা‌তে হয়,
কখ‌নো কখ‌নো বন্ধু ভাল হয়
‌অাই‌ডি ডিএক‌টি‌বেট ক‌রে রাখ‌লে,
কখ‌নো কখ‌নো বন্ধু অারও ভাল হয়
এম‌বি না কি‌নে অার অন লাই‌নে না অাস‌লে।।

বন্ধু অারও ভাল হয়
‌নিরুপায় হ‌য়ে ফো‌নের সুইচটা অফ ক‌রে রাখ‌লে।
এ সব কিছুই করা হয় কেবল বন্ধু‌ত্বের জন্যে
ভাল বা মন্দ সম‌য়ে-অসম‌য়ে।।

সম‌য়ে-অসম‌য়ে বন্ধু কখ‌নো অাবার
‌তোমা‌কে ফি‌রে পে‌তে‌ সার্চ দি‌তে হয়,
পাঠা‌তে হয় ফ্রেন্ড রি‌কো‌য়েস্ট,
‌বন্ধু, সব কিছু কেবলই বন্ধু‌ত্বের জ‌ন্যেই।।

হা হা হা হু হু হু‌ হে হে হে, বন্ধু, এফ‌বি বন্ধু।।

লেখক: উপাধ্যক্ষ ভালুকা ডিগ্রী কলেজ ও সাবেক ময়মনসিংহ জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো।

Print Friendly, PDF & Email