|

ভালুকায় বসতবাড়িতে হামলা লুটপাট

প্রকাশিতঃ ৯:৪৮ অপরাহ্ণ | মে ২৭, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা প্রতিনিধি: ভালুকায় বাটাজোর হারিশ্বর গ্রামে বসতবাড়িতে হামলা ও লোটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম আফিকুল ইসলাম তালুকদার বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা (নং-৬১-০৫-১৮) দায়ের করেছে।
মামলা সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার ইসমাঈল হোসেনের ছেলে ইয়াসিন ও রিপন, তাদের চাচা জলিল, চাচাতো ভাই তজিবর রহমান শুক্রবার রাতে আফিকুল ইসলাম তালুকদারের বাড়িতে হামলা চালায়। তাদের হামলায় আফিকুল ইসলাম ও শফিকুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভালুকা মডেল থানার এস আই আব্দুল মান্নান তালুকদার জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email