কাজ পাগল পিআইও ফারুক রেজা
প্রকাশিতঃ ১২:৩১ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮

মো. মিসবাহুল ইসলাম সা‘দ: সরকারী ছুটির দিনে কাজ পরিদর্শন, রুটিন কাজের বাইরে কাজ করাসহ পরিশ্রম, দায়িত্বশীলতা, সততা ও মেধা দিয়ে উপজেলার সকল প্রকল্প সফল ভাবে বাস্তবায়ন করতে দিন রাত নিরলস ভাবে কাজ করে সকলের প্রশংসা কুড়িয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে টি-আর, কাবিখা, সোলার প্যানেল ও অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি নিয়মিত পিআইও‘র সফর সঙ্গী হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল ও উপ-সহকারী প্রকৌশলী খবিরুজ্জামান খাঁন। তাদের আন্তরিক সমন্বয়ের কারণে উপজেলার মানুষের জন্য সরকারের দেওয়া সবগুলো অনুদানই যাচ্ছে প্রয়োজনীয় স্থানে।
মেদুয়ারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বরাইদ বাজার পাকা রাস্তা হতে বনকোয়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি করায় হাসি মাখা মুখে রফিকুল ইসলাম জানান, রাস্তাটি করে দেওয়ায় আমাদের অনেক সময় বাচঁবে আমরা খুব সহজে বাজারে যাতায়াত করতে পারবো।
রাতে চলাচল করার জন্য উপজেলার বিরুনিয়া বাজার, ভাওয়ালিয়াবাজু বাজার, মাহমুদপুর বাজারে ইস্টিট লাইট স্থাপন করায় ওই বাজারের ব্যবসায়ীরা চোর-ডাকাতের ভয় থেকে অনেকটা সস্থি পেয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাজের প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল বলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একজন সৎ ও পরিশ্রমী মানুষ। আমি ব্যাক্তিগত ভাবে উনাকে খুব পছন্দ করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলি মো. মনিরুল হক ফারুক রেজার সাথে কথা হলে তিনি বলেন, আমি চেষ্টা করি সকল কিছুর উর্দ্ধে থেকে সরকার যে দায়িত্বটুকু দিয়েছেন তা সঠিক ভাবে পালন করতে। জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা সকলেই যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে সরকারের সকল কাজই জনগণের কল্যানে আসবে অবশ্যই।