ভালুকায় বোরো প্রদর্শনীর মাঠ দিবস
প্রকাশিতঃ ১:৩৬ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮

মো. সারোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ভালুকায় সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (IFMC) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে বিরুনিয়া ইউনিয়নের কংশেরকুল মধ্যপাড়া গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনু্ষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সন্জয় কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো:আসাদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ খামারবাড়ীর উপ- পরিচালক কৃষিবিদ মো. আঃ মাজেদ প্রমুখ।