ভালুকায় আবহাওয়া প্রতিকূলে থাকলেও আমের বাম্পার ফলন
প্রকাশিতঃ ২:১০ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার: ভালুকার আবহাওয়া প্রতিকূলে থাকলেও প্রতিটি ইউনিয়নেই চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। এ বছর উপজেলার আমগাছগুলোতে আমের ফলন দেখে পথচারীদের চোখ জুড়িয়ে যায়। গত বছরের তুলনায় এবার আমের ভালো ফলন দেখে এলাকাবাসি ব্যাপক খুশি।
উপজেলা ঘুরে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবার আমগাছগুলোতে বাম্পার ফলন হয়েছে। বসতবাড়ির পাশে ও আঙিনায় আমগাছে আম ধরেছে প্রচুর পরিমানে। আর অল্প কিছুদের মধ্যে গাছে সম্পূর্ণ আম পাকা শুরু করবে।
উপজেলার ভরাডোবা গ্রামের রশিদ শেখ জানান, গত তিন থেকে চার বছরের তুলনায় এ বছর আমাদের এলাকায় আম, কাঁঠাল ও লিচুসহ মৌসুমি ফল বাম্পার ফলন হয়েছে।
আমের বাম্পার ফলন হওয়ায় উপজেলার মানুষের মাঝে খুশির আমেজ লক্ষ করা যাচ্ছে। আবহাওয়া প্রতিকুলে থাকলেও এবার আমের বাম্পার ফলন পাবেন।
উপজেলার পূর্ব ভালুকা কোনাপাড়া গ্রামের মজিদ মাস্টার জানান, এ বছর বাগানে প্রচুর পরিমাণে আমের মুকুল আসতে দেখে প্রথম থেকেই বাগানের পরিচর্যা ও স্প্রে করি। আমের ফলন ভালো হওয়ায় ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে আমগাছ কিনে নিয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কোমার পাল জানান, উপজেলার বড় বহু সংখ্যক আমগাছ রয়েছে। এবার আম বাগানগুলোতে প্রচুর পরিমাণ মুকুল ধরেছিল। আবহাওয়া প্রতিকুলে থাকলেও আমগাছগুলোর পরিচর্যা ঠিকমতো হওয়ায় আমের বাম্পার ফলন দেখা যাচ্ছে। আম পাকা পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকলে সাধারণ কৃষকরা আম বিক্রি করে লাভবান হতে পারবে।