|

ঈদের আনন্দ হোক গরীব-দুঃখী সবার জন্য (মানবিক আবেদন)

প্রকাশিতঃ ১০:৩৮ অপরাহ্ণ | মে ২৮, ২০১৮

ঈদের আনন্দ হোক গরীব-দুঃখী সবার জন্য। বছর ঘুরে আবারো এলো আত্নসংযমের মাস মাহে রমজান, এর পরেই সমাগত ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা “স্বপ্নকুঁড়ি পরিবার” গত বছরের ন্যায় এ বছরেও ২৭ শে রমজান (১৩ জুন ২০১৮ ইং রোজ বুধবার) সমাজে নিম্নস্তরে যাদের বসবাস,যারা দুবেলা পেটপুরে খেতে পায় না। সেমাই, চিনি,নতুন জামা কাপড় বাদিই দিলাম,যারা নিত্য দিনের ব্যবহারে দ্রব্য সামগ্রী, খাবার ও জামা কাপড়ই যোগার করতে পারে না। যাদের জীবনে আসে না ঈদের আনন্দ! যাদের চিত্তে আগুন জ্বলে সর্বক্ষণ। সেই সকল সুবিদা বঞ্চিত এতিম,মিসকিন,বিধবা, দরিদ্র অসহায় পরিবারের মাঝে ঈদের আনন্দটা একটু ভাগ করে নিতে চাই। তোলে দিতে চাই তাদের হাতে, চাল,ডাল,তেল, সেমাই, নারিকেল,সাবান,মেহেদী সহ ( প্রায় ৪০০/- টাকার ঈদ সামগ্রী) আপনিও এই মহৎ কাজে আমাদের সাথে শরিক হতে পারেন। দায়িত্ব নিতে পারেন এক/একাধিক পরিবারের। এই সকল মানুষের পাশে দাঁড়ানো আপনার, আমার সকলের দায়িত্ব।

রাসূল(সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া করে না। যারা গরীব-দুঃখীর প্রতি সদয় হয় না, আল্লাহ তায়ালাও সেসব মানুষের প্রতি সদয় হবে না। তা হতে পারে দুনিয়া ও আখিরাতে। আমরা সকলেই যদি যার যার যায়গা থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তবেই সম্ভব অসহায় মানুষের মুখে এক বিন্দু হাসি ফুটানো। এই মহৎ কাজে আপনাদের একান্ত ভাবে সাহায্য সহযোগিতা কামনা করছি।

নিবেদক স্বপ্নকূঁড়ি শিক্ষা পরিবার সাহায্য পাঠানোর ঠিকানা: প্রয়োজনে: 01713744454(বিকাশ পারসোনাল) 01982-928942(বিকাশ পারসোনাল)

Print Friendly, PDF & Email