|

ভালুকায় ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রকাশিতঃ ১০:৪৯ অপরাহ্ণ | মে ২৮, ২০১৮

মাহমুদুল হাসান ফুরাত:  ভালুকা উপজেলায় পাঁচশ ৩৫ টি  ইয়াবা ট্যাবলেটসহ রবিবার রাতে ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে রাংচাপড়া গ্রামের ইসমত আলী ওরফে গুতি শেখের ছেলে মোঃ জামাল হোসেন(৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পাঁচশ ৩৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ তালুকদার জানান, রাতে জামাল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে মাদকের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email