শেখ হাসিনাকে গৌরীপুর আসনের জয় উপহার দিতে চায় নাজনীন
প্রকাশিতঃ ১:৩২ পূর্বাহ্ণ | মে ২৯, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফতার: বাংলাদেশ আ‘লীগ থেকে মনোনয়ন পেলে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয় উপহার দিতে চান নৌকার মনোনায়ন প্রত্যাশী নাজনীন আলম।
মেধা প্ররিশ্রম ও সততা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে একাদশ জাতীয় নির্বাচনে রেকর্ড জয় উপহার দিতে চান গোটা ময়মনসিংহের ক্লিন ইমেজের নারী নেত্রী নাজনীন। আতœবিশ্বাসী উচ্চশিক্ষিত এ নারী নেত্রীর সঙ্গে আলাপ হলে তিনি এসব কথা বলেন।
গৌরিপুরের কোনো মানুষ বিপদে পড়লে সবার আগে ছুটে যাওয়া নারী নেত্রীটি নিজ নির্বাচনী এলাকার সুখে দুঃখে সকল শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছেন দীর্ঘদিন ধরে।
নাজনীন আলম আরো বলেন, দল-মত নির্বিশেষে সবার উপকার করাই আমার ধর্ম । জননেত্রী শেখ হাসিনাকে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনটি আমি উপহার দিতে চাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে অনেকেই প্রার্থী হতে চাচ্ছেন আমিও চাচ্ছি। গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগে এমন প্রতিযোগিতা থাকবেই। তবে আগামী নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়ী হতে পারবো। দীর্ঘদিন গৌরীপুরবাসীর পাশে থেকে ইতিমধ্যে আমি নির্বাচনী এলাকা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।
তৃণমূল আওয়ামীলীগ আমাকে ব্যাপক ভাবে সমর্থন করে। নেত্রীর কথায় গত উপ-নির্বাচনে নিজেকে প্রর্থীতা সরিয়ে নিলেও আমার সর্বোচ্চটা দিয়ে নির্বাচনী মাঠে থেকে নৌকার মনোনিত প্রার্থীকে বিজয়ী করেছি। আমার দৃঢ় বিশ্বাস নেত্রী আমার সেই ত্যাগের মূল্যায়ন করবেন।
নাজনীন আলম আরো বলেন, আমি তৃণমূলের প্রতিটি গ্রামে গ্রামে যাচ্ছি, সরকারের উন্নয়নের চিত্র ভোটারদের কাছে তুলে ধরছি। গৌরীপুরে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন স্কুল কলেজের সংস্কার প্রয়োজন। বিভিন্ন মাদ্রাসার শিক্ষার উন্নয়নেও কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এমপি হতে পারলে শিল্পসমৃদ্ধ গৌরীপুর করার পরিকল্পনাও রয়েছে নাজনীনের। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে দৃঢ়তার সাথে কাজ করতে চান তিনি।