ভালুকায় গভীর রাতে বন্দুকযুদ্ধ: মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশিতঃ ৫:০১ পূর্বাহ্ণ | মে ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় বন্দুকযুদ্ধে মিজানুর রহমান(৩০) নামের এক মাদক ব্যবসায়ী যুবক নিহত হয়েছে। উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পড়াগাঁও গ্রামে ভালুকা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহ ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।এ সময় ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, তিনটি গুলির খোসা, ১টি রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মাদক ব্যবসায়ীর মিজানের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৯ টি মামলা রয়েছে। নিহত মিজান উপজেলার দক্ষিণ কাঁচিনা এলাকার নুরুল ইসলামের ছেলে।
তিনি জানান, হবিরবাড়ি ইউনিয়নের পারাগাঁও গ্রামে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহ ডিবি পুলিশের একটি দল রাত তিনটার দিকে সেখানে যায়। অবস্থা বেগতিক বুঝে মাদকব্যবসায়ীরা গুলি ছোঁড়ে পুলিশদের উদ্দেশ্য করে। পুলিশের দলটিও পাল্টা গুলি ছুঁড়লে মিজানুর রহমান নামের একজন আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরন করলে সেখানে সে মৃত্যু বড়ণ করে। তার কাছ থেকে অশ্র মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।