|

ভালুকায় উপজেলা আ’লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিতঃ ৬:৪০ পূর্বাহ্ণ | মে ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ভালুকা উপজেলা আ’লীগের আয়োজনে দোয়া ও ইফতার  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া ও ইফতার  মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আ‘লীগের সভাপতি অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্, জেলা আ‘লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ডাঃ মো. হাদিউজ্জামান সেলিম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আশরাফুল আলম জর্জ, আসাদুজ্জামান বিপ্লব, হাজি রফিকুল ইসলাম,  উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, সাধারন সম্পাক আতিকুর ইসলাম জাকারিয়া, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীবসহ  ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় চেয়ারম্যান এবং সহযোগী সংগঠনের সভাপতি , সম্পাদক ও দলের কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email