ভালুকা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
প্রকাশিতঃ ৭:৫১ পূর্বাহ্ণ | মে ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ঐতিহ্যবাহী ভালুকা প্রেসক্লারে সদস্য ও আজীবন সদস্যদের সম্মানে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফিরুজ খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আ‘লীগের সভাপতি অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্, জেলা আ‘লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ঢালী ও কামরুল হাসান পাঠান কামাল, সাবেক সাধারন সম্পাদক মাইনউদ্দিন ও এম এ মালেক খান উজ্জলসহ ক্লাবের সম্মানিত সদস্য, আজীবন সদস্য ও সুশিল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মো. মহিউদ্দিন, ডাঃ মো. হাদিউজ্জামান সেলিম, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, আশরাফুল আলম জর্জ, আসাদুজ্জামান বিপ্লব, হাজি রফিকুল ইসলাম, মডেল থানার ওসি ফিরুজ তালুকদার, উপজেলা বিএনপি নেতা রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন, হাতেম খান, মজিবর রহমান মজু, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান রিপন, সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী, কৃষকলীগের সভাপতি আহসান হাবিব মোহন, সাধারন সম্পাদক আতিকুর ইসলাম জাকারিয়া, ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ।