ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ
প্রকাশিতঃ ৩:০৪ অপরাহ্ণ | মে ৩০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা পরিষদের অর্থায়নে গরীব অসহায়দের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও হু্ইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা ।
হালিমুন্নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরিন সুমিকে একটি সেলাই মেসিন ও ভালুকা বাজারের মমতাজ বেগমের প্রতিবন্ধী মেয়ে রত্নাকে একটি হুইল চেয়ার বিতরণ করা হয়।