|

গফরগাঁওয়ের এমপি বাবেলকে হত্যার পরিকল্পনা

প্রকাশিতঃ ৭:৫৯ অপরাহ্ণ | মে ৩০, ২০১৮

তারিকুল ইসলাম রিয়েল:

নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল রীতিমতো ভয়াবহ আকার ধারণ করেছে ময়মনসিংহ – ১০ আসনের অন্তর্ভুক্ত গফরগাঁও এলাকায় । স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেলের জনপ্রিয়তার সাথে টক্কর দিতে না পেরে তাকে সহ তার কাছের আরও চারজনকে হত্যার পরিকল্পনা করেছে তার রাজনৈতিক প্রতিপক্ষ ।

সাম্প্রতিক সময়ে এই চারজনের উপর পৃথ্যকভাবে স্থানীয় পিডব্লিউডি বাংলো ও ফিশারি প্রোজেক্টের কাছে দুইবার হামলা করা হলেও ব্যর্থ হয় সন্ত্রাসীরা। গোপনসূত্রে জানা যায় এই কিলিং মিশনের টিম মোট তিন জনের। এরা হচ্ছে পুরাণ ঢাকার প্রোফেশনাল খুনী বোমা বাবু ও তার দুই সহযোগী। এই তিনজনকে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছে স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। দুই বছর আগে গাইবান্ধা ১ আসনের নিহত সাংসদ লিটনের হত্যাকান্ডেও এসেছিলো এদের নাম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত সাংসদ আলতাফ গোলন্দাজের ছেলে ফাহমি গোলন্দাজ বাবেল ইতিপূর্বে গফরগাঁও এলাকার উপজেলা চেয়ারম্যান ছিলেন। এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে এলাকার মানুষের আস্থা অর্জন করেন তিনি। আর এই জনপ্রিয়তাকে কাজে ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে জয়ী হয়ে সাংসদ হন বাবেল গোলন্দাজ।

সাংসদ হওয়ার পর থেকে এলাকায় উন্নয়ন মূলক কাজ আরও বাড়িয়ে দেন বাবেল যার সাথে বাড়তে থাকে তার জনপ্রিয়তা। বাবেলের এমন জনপ্রিয়তা একটা সময় বাধা হয়ে দাঁড়ায় গফরগাঁও এলাকার অন্য মনোনয়ন প্রার্থীদের। তারা বুঝতে পারেন এভাবে চলতে থাকলে আশংকায় পড়ে যাবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ।

এলাকায় বাবেলের নামে নানান কথা ছড়িয়েও তার জনপ্রিয়তায় ভাটা টানতে না পেরে তাকে হত্যার পরিকল্পনা আটতে থাকেন বিরোধীরা। উল্ল্যেখ বাবেলের বিরুদ্ধে এমন চক্রান্তের মূলনায়ক গফরগাঁও এলাকার রাজাকার পুত্র ওবায়দুল আনোয়ার বুলবুল। শোনা যায় বাবেলের বিরুদ্ধে ইতিপূর্বে নানান কুৎসা রটাতে ইতোমধ্যেই তার পঞ্চাশ কোটি টাকা খরচ হয়েছে, এমনকি উদ্দেশ্য হাসিলে খরচ আরও বাড়াতে রাজি তিনি। রাজাকার পুত্র বুলবুল জামায়াতে সাথে যোগসাজশ রেখে রাজনীতি করছেন আওয়ামী লীগের ব্যানারে। এলাকার কোনো রাজনৈতিক আয়োজনে না দেখা গেলেও ব্যানার পোস্টারে তার নাম রয়েছে। স্থানীয় অধিবাসীরা জানান আওয়ামী লীগের ব্যানারে নাম থাকলেও আদতে সে জামায়াতে নেতা। তার প্রধান উদ্দেশ্য গফরগাঁও আসনে আওয়ামী লীগের কাছ থেকে যেভাবেই হোক ছিনিয়ে নেয়া।

অপরদিকে বাবেলের বিরুদ্ধে বুলবুলের এমন চক্রান্ত সাপেবর হয়েছে তার আরেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদের। বাবেলকে হত্যার পরিকল্পনায় তাই বুলবুলকে সাহায্য ও অর্থ জুগিয়ে যাচ্ছেন গফরগাঁও এর সাবেক এই সাংসদ। এখানে উল্লেখ্য, ইতিপূর্বে বে আইনি অস্ত্রসহ এই ক্যাপ্টেন গিয়াসের ছবিই গণমাধ্যমে এসেছিলো।

লেখক: ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ৫নং যশরা, গফরগাঁও। (লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email