|

ফুলবাড়ীয়ার স্বাধীনের এত বছর পরও ৫ গ্রামের মানুষের জন্য হয়নি একটি ব্রিজও

প্রকাশিতঃ ৩:৩৪ অপরাহ্ণ | মে ৩১, ২০১৮

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ও এনায়েতপুর ইউনিয়নের ৫ গ্রামের মানুষের যোগাযোএকমাত্র মাধ্যম হলো চিতলিয়াঘাটের ৩ বাঁশের সাঁকো। এ সাঁকো দিয়ে কত যুগ ধরে চলাচল করছে মানুষ এ কালের যারা তারা বলতে পারে না। তবে মুরুব্বীরা জানান, তাদের পিতারা চলাচল করেছেন এ সাঁকো দিয়ে। কবে পাকা হবে, বা আজো কি পাকা হবে কি না, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের বাজুয়া নদীর চিতলিয়া ঘাটের ৩ বাঁশের সাঁকো তাদের মাথায় বার বার এ প্রশ্ন ঘুরপাক খায়।
উপজেলার ভবানীপুর ইউনিয়ন আর এনায়েতপুর ইউনিয়নকে বিভক্ত করেছে বাজুয়া নদী। নদীর এ পাড়ে ভবানীপুর ও পাশে এনায়েতপুর। নদীর এ পাড়ে ভবানীপুর ফাজিল মাদরাসা, ওপাড়ে চিতলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উভয়পাড়ে ৫/৬ বিদ্যালয় ৪/৫ হাটবাজার রয়েছে। বর্ষাকালে ৩ বাঁশের সাঁকো তলিয়ে গেলে আবালবৃদ্ধবনিতার সাথে রাখতে হয় একটি ব্যাগ আর বাড়তি কাপড়। শিক্ষার্থীদের দুর্ভোগ সারা বছর। সাঁকোর পাড়ের মানুষ আঃ লতিফ জানান, নির্বাচন আসলে মনে হয় এক মাসের মধ্যে পাকা হয়ে যাবে। নির্বাচন শেষ হলে আর পাকা হয় না। আশাবাদ দিয়ে নৌকা কিনেছি। এখন যেদিন পাকা হয়। আঃ রহিম মাষ্টার জানান, সাঁকোটির জন্য এ এলাকার ব্যাপক ভাবে উৎপাদিত সবজির দাম পাচ্ছে না দুই পাড়ের মানুষ।
স্হানীয় ইউনিয়ন পরিষদের শহীদ মেম্বার জানান, বছরে দুই বার সাঁকো টি মেরামত করতে হয়। এখানে একটি পাকা ব্রিজ নির্মান জরুরী।

Print Friendly, PDF & Email