জীবন ও কবিতা
প্রকাশিতঃ ৬:২৩ অপরাহ্ণ | মে ৩১, ২০১৮

মো. কামরুল এহসান চন্দন:
কিছু শব্দ জীবন থেকে হারিয়ে গেছে বলেই অসম্পূর্ণ আমার কবিতা
কিছু শব্দ খুঁজে পাইনি বলেই পূর্ণ হচ্ছে না অপুর্ণ কবিতা
কিছু শব্দ আমার জন্য প্রযোজ্য নয় বলেই কবিতায় তারা বেমানান,
প্রাণান্ত চেষ্টায় তাদের স্থান দিতে পারিনি কোন অসম্পূর্ণ কবিতায়
ঐ শব্দ গুলো যেন সার্থক রথি মহারথীদের কবিতার জন্যই ।
আর কবিতার জন্যে তা খুজে বেড়াই শব্দের রাজত্বে,
শব্দের খরায় পুড়ে যায় আমার কবিতার বিস্তীর্ণ সবুজ প্রান্তর
শুভ্র নীলাকাশ আচ্ছন্ন কালো মেঘে শুধু হতাশায় ।
থামবে না কখনই আজন্ম তৃষিত এই কবিমন
বিচরণ তাই সমস্ত প্রচেষ্টায় যুৎসই সেই সব শব্দমালার ।
ধার নিবো আমার সে সব শব্দের কিছু কারো হতে,
যার প্রয়োজন নেই সে সবের তার কবিতায় ।
প্রকৃতি আর বাস্তব বরই কৃপন
মেনে নিয়েছি তাই এই মন্দ সময় ,
বড়ই অভাব আমার কবিতার ছন্দের,
লেখা হয় না তাই কবিতা ,
ছন্দ আর জীবন কাহিনি ।
লেখক: ভালুকা প্রতিনিধি, দৈনিক জনকণ্ঠ