|

নারী ও শিশু নির্যাতন বন্ধ করা এখন সময়ের দাবি

প্রকাশিতঃ ১২:২৬ পূর্বাহ্ণ | জুন ০২, ২০১৮

প্রভাষক মো. আনোয়ার হোসেন তরফদার:

বাংলাদেশ আজ বিশ্বের কাছে মডেল, দেশ এগিয়ে যাচ্ছে অনেক দূর, আমরা খাদ্যে , শিক্ষায় যোগোযোগ, তথ্য, বিদ্যুৎ, অনেক দিক দিয়েই এগিয়ে। কিন্তু আজ আমরা পিছিয়ে আছি দুটি জায়গায় ১  সমাজের যারা উচু শ্রেণীর নামধারি কিছু ভদ্র লোক আছে, যারা হরহামেশায় অসহায় নারী ও শিশুদের নির্যাতন করে।

আমাদের দেশে নারী ও শিশুদের নির্যাতনের হার কমছে না। নিম্নবিত্ত বস্তির মানুষ গুলো এই নির্যাতনের হাত থেকে রেহাই পাচ্ছেনা, কারন তারা আইনি সহায়তা নিতে চায়না । তারা ভয় পায় সে সব মানুষ রুপি হায়েনাদের, ভয় পায় থানা আদালত সবচেয়ে বেশি। সেই নির্যাতন কারী টাকা পয়সা ওলাদের ফলে অপরাধীরা আরও অপরাধ করতে এবং নির্যাতন করতে উৎসাহী হয়ে উঠে।

আজকে দেশে মাননীয় প্রধান মন্ত্রী যেমন ভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে সঠিক ব্যবস্থা নিয়েছেন, তেমন করে  নারী ও শিশুদের  নির্যাতনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করতে হবে। তাহলে হয়তো কমে আসবে আজকে সমাজের নারী ও শিশু নির্যাতন।

মাননীয় বঙ্গবন্ধু তনায়া আপনিই পারবেন এই সমাজের নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে।

লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।

Print Friendly, PDF & Email