ভালুকায় সাত রঙ কিডস এন্ড লেডিস জোন এর শো-রুম উদ্বোধন
প্রকাশিতঃ ১১:২১ অপরাহ্ণ | জুন ০২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সাত রঙ কিডস এন্ড লেডিস জোন এর শো-রুম উদ্বোধন হয়েছে। শনিবার ইফতার ও দোয়া মাহফিলের পর বাজার রোড়ে ভালুকা প্লাজার ৩য় তলায় ফিতা কেটে শো-রুমটি উদ্বোধন করেন বয়েজ ক্লাবের উপদেষ্টা উমর হায়াৎ খান নঈম ও আনিছুর রহমান খান রিপন।
এসময় উপস্থিত ছিলেন বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা শামিমুল হক শামিম, সভাপতি এস.এম গোলাপ, সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ সবুজ প্রমুখ।