সবাই এখন নেতা কর্মী পাব কোথা?
প্রকাশিতঃ ১:৪৪ পূর্বাহ্ণ | জুন ০৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদার:
বাংলাদেশে আওয়ামীলীগ উপমহাদেশের সবচেয়ে প্রাচীন দল আর এ দলটির রয়েছে অনেক ইতিহাস, ঐতিহ্য , ত্যাগ দলটির আছে জনগনের চিন্তা, চেতনা দিন বদলের আশা, আর দলটির স্বপ্ন শুধু জাতীর পিতার আদর্শ বাস্তবায়ন করা প্রতিষ্ঠা কাল থেকে আওয়ামীলীগ একটি সংগ্রামী রাজনৈতিক দল। দলটি জন্মলগ্ন থেকেই জনগন নির্ভর জাতীয়তাবাদী দেশপ্রেমিক, নির্ভীক,ত্যাগী, উদার অসাম্প্রদায়িক সুনির্দিষ্ট লক্ষ্যে ধাবমান। দেশের স্বাধীকার আন্দোলনের যত কর্ম সব বাংলাদেশে আওয়ামীলীগের। আর দলটাকে সুসংগঠিত করার জন্য গঠন করা হয় ছাএলীগ, যুবলীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, আওয়ামী আইনজীবি পরিষদ, জাতীয় শ্রমিকলীগ । আমরা সাধারন জনগন এগুলো জানি কিন্তুু আজ দুঃখ লাগে মনে। ভাবতেও কষ্ট হয় কি কি লীগ যে আবিস্কার হচ্ছে বুঝা কঠিন হয়ে পরছে, দলীয় কোন প্রোগ্রাম হলে শুধু দেখা যায় পাঞ্জাবী পরা নেতা আর নেতা, মঞ্চে নাই জায়গা কিন্তুু আগের মত কর্মী তো নেই সামনে। আরেক জিনিষ আমাদের ভাবিয়ে তুলছে সবসময় তা হলো শুধু সমর্থক আর সমর্থক অমুক ভায়ের সৈনিক, তুমুক ভায়ের সৈনিক, তাই দলের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করছি তৃনমূলের খোঁজ নিন আর নেতা না বানিয়ে কর্মী বানান তাহলে দল সাংগঠনিক ভাবে হবে সফল। আর বাস্তবায়ন হবে সোনার বাংলা, যা স্বপ্ন দেখেছিলেন বাঙ্গালী জাতীর পিতা শেখ মুজীব।
জয়বাংলা জয়বঙ্গবন্ধু
লেখক: প্রকাশক, ভালুকার খবর ও প্রভাষক, ভালুকা-ত্রিশাল মৈত্রী ডিগ্রী কলেজ।