|

ভালুকায় কলাগাছ রোপন করে সরকারী রাস্তা বন্ধ করলেন ইউপি মেম্বার

প্রকাশিতঃ ৮:২৯ অপরাহ্ণ | জুন ০৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় কলাগাছ রোপন ও বাস-কাঁটা দিয়ে সরকারী রাস্তা আটকে দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক মেম্বার। ঘটনাটি ঘটেছে উপজেলা ভরাডোবা গ্রামের ৫নং ওয়ার্ডের পর্বত্যা খাল সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলামের বাড়ির পিছন দিয়ে যাওয়ার রাস্তাটি বন্ধ করে তার বাড়ির সামনে দিয়ে নতুন করে রাস্তা নির্মান করতে পুরাতন রাস্তাটিতে কলাগাছ রোপন করে ও বাস-কাঁটা দিয়ে আটকিয়ে দিয়েছে। এতে এলাকাসীর মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে চলাচল করার রাস্তাটি মেম্বারের বাড়ির সামনে দিয়ে নেওয়ার চেষ্টার প্রতিদবাদ জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের কাছে নালিশ করেছে এলাবাসী।

ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ আলম তরফদার জানান, উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে এ বিষয়টা মিমাংশা করা চেষ্টা করছি। আশা করছি অতি দ্রুত এটার সমাধান হয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল জানান, আমি মেম্বার সাহেবকে রাস্তাটি খুলে দেওয়ার জন্য বলেছি। উপজেলা চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বিষয়টা সমাধান করা হবে।

 

Print Friendly, PDF & Email