|

রনির মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ, ফেসবুকে নিন্দার ঝড়

প্রকাশিতঃ ১১:২৮ অপরাহ্ণ | জুন ০৪, ২০১৮

চাঁদাবাজির অভিযোগে বেসরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানের করা একটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে সোমবার দুপুরে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

জাহেদ খানের করা মামলায় উচ্চ আদালত থেকে এক মাসের জামিনে ছিলেন রনি। আইন অনুসারে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। এরপর বেলা ১২টার দিকে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বেলা সাড়ে ১২টার দিকে জেলখানায় গিয়ে রনির অনুসারীরা তার সাথে দেখা করেন।

জেল গেট থেকেই তার অনুসারীরা ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও রনির মুক্তির’ দাবি জানিয়ে মিছিল বের করে। মিছিলটি নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অবিলম্বে রনির মুক্তির দাবি জানান ছাত্রলীগ নেতারা।

মিছিল-সমাবেশে অংশ নেন নগর ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, ইসলামিয়া কলেজ, সিটি কলেজ, এমইএস কলেজসহ বিভিন্ন কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা। বিকালে নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকেও রনির মুক্তির দাবিতে মিছিল বের হয়। ঈদের আগেই রনির মুক্তি দাবি করেন তারা।

ফেসবুকে নিন্দার ঝড়

রনিকে কারাগারে পাঠানোর পরই সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন পেশাজীবীরা ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সরব হয়ে ওঠেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আশরাফুল ফাহাদ লিখেছেন- “একজন আদর্শ ছাত্রনেতা নুরুল আজিম রনি। মিথ্যা মামলায় কারাগারে, এটি আমাদের ব্যর্থতা।”

কোতোয়ালী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর ফেইসবুকে রনির ছবি দিয়ে লিখেছেন- “যুদ্ধাপরাধী পরিবারের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

“জামাত শিবির বিএনপির কুখ্যাত-বিখ্যাতরা আজ বুক ফুলিয়ে কতিপয় আওয়ামী লীগ নেতাদের সাথে দহরম মহরম করে মজা করছে। আর চক্রান্তকারীদের করা সাজানো মামলায় এই পবিত্র রমজান মাসে মুজিব আদর্শের নিবেদিতপ্রাণ সৈনিক, বীর মহিউদ্দিনের স্নেহভাজন ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনিকে পুরনো মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হলো।”

হাসান মনসুর লিখেছেন- “ষড়যন্ত্রকারীদের জয় হলো। নুরুল আজিম রনির নিঃশর্ত মুক্তি চাই, দিতে হবে।”

আইনজীবী মিথুন বিশ্বাস ফেইসবুকে লিখেছেন- “ঘুণেধরা এই সমাজ সংস্কারে সুবিধাবাদী সুশীলের চেয়ে স্পষ্টবাদী রনির প্রয়োজনীয়তা অনেক বেশি।”

অঞ্জন সাহা রানা নামের একজন লিখেছেন- “নুরুল আজিম রনি জেলে! বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হলো!! মারহাবা, মারহাবা !!!”

কক্সবাজারের ছাত্রলীগ নেতা এম কফিল উদ্দিন বাহাদুর লেখেন- “প্রতিবাদী হয়ে রেজাল্ট কি? আদর্শ দিয়ে কাজ কি? উত্তর- নুরুল আজিম রনির মত জেলে যেতে হবে। বাহ !!”

Print Friendly, PDF & Email