|

ভালুকায় ইউপি মেম্বার আমিরুলের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৯:৫০ পূর্বাহ্ণ | জুন ০৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলাম সংবাদ সম্মেলন করেছে। মঙ্গলবার সন্ধায় উপজেলার হোটেল সা‘দ (ইউনিট ২) এ ওই সংবাদ সম্মেলন করেন। এ সময় ভিবিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আমিরুল ইসলাম মেম্বার তাঁর লিখিত বক্তেব্যে বলেন, “আমি উপজেলা ভরাডোবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য, আমি আমার ক্ষমতার মেয়াদকালে ওয়ার্ডের নানাবিধ উন্নয়ন করেছি। আমার উন্নয়নে ঈর্শান্বিত হয়ে নির্বাচনে আমার সাথে পরাজিত পক্ষের ইন্দনে স্থানীয় একটি মহল নানা ভাবে অপপ্রচার চালিয়ে আমার সম্মানহানী ও জনপ্রিয়তা হ্রাসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সমপ্রতি আমার ওয়ার্ডের পর্বত্যা খাল এলাকায় একটি রাস্তার কাজ নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার সম্মান হানির চেষ্টা করা হচ্ছে। মূলত ওই রাস্তাটি আমার বাপদাদার কবরস্থানের ভিতর দিয়ে বৈয়ে গেছে। কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে রাস্তাটি সোজা করে কবরস্থানের পূর্বপাশ দিয়ে ৫০০বছরের পুরোনু রাস্তাটি এইচএসবি করার উদ্যোগ নিয়েছি। এই রাস্তাটির সকটুকু জমিই আমার বাপদাদার সম্পত্তি । যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। কবরস্থানের উপর দিয়ে বৈয়ে যাওয়া রাস্তা নিয়ে আদালতে মামলা হয়েছে মামলায় কবরস্থানের উপর ১৪৪ধারা জারি রয়েছে। অযথা একটি মহল আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে। আমি এহেন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রদিবাদ জানাই। আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ। আমি আশা করবো আমার বিরোদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্যের সত্যতা যাচাই করে আমার বক্তব্যটি আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি”।

Print Friendly, PDF & Email