ভালুকায় ইয়াবা ব্যবসার অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক
প্রকাশিতঃ ১:৪৯ পূর্বাহ্ণ | জুন ১০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ইয়াবা ব্যবসায়ী অভিযোগে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন শ্রমীকলীগের সহ-সভাপতি আনছারুল নামের এক যুবককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, আনছারুল দীর্ঘদিন যাবৎ নিজেকে দলীয় চাদরে জড়িয়ে ইয়াবা ব্যবসা করছেন। তার পক্ষে বড় বড় নেতাদের তদবির থাকার কারণে এতদিন নির্বিগ্নে ইয়াবা ব্যবসা পরিচালনা করতে পেরেছেন এবং সে প্রশাসনের মাদক ব্যবসায়ীদের তালিকাভুক্ত বলেও জানায় একই সূত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম জানান, তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও গ্রেফতারের সময় সাথে কিছু পাওয়া যায়নি। তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।