ভালুকা ডিগ্রী কলেজ মাঠ সংরক্ষিত, নির্বাসনে খেলাধুলা
প্রকাশিতঃ ১১:৫৪ পূর্বাহ্ণ | জুন ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: উপজেলা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভালুকা ডিগ্রী কলেজ। এ মাঠে খেলাধুলা করে তৈরি হয়েছে অনেক খেলোয়াড়। বর্তমানে উপজেলার সবচেয়ে বড় এই মাঠটিতে খেলাধুলা করতে পারছেনা এলাকার ছেলে মেয়েরা। কলেজ প্রশাসনের মাঠ সংরক্ষণের নামে হটকারী সিদ্ধান্তের কারণে ক্ষোভে ফুসে ওঠেছে ওই এলাকা সহ গোটা উপজেলার যুবসমাজ। যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে ফেরানোর প্রধান পথ হিসেবে খেলাধুলা করাকে বিবেচনা করলেও এই এলাকার যুবসমাজ বঞ্চিত হচ্ছে এ সুবিধা থেকে। ফলে সন্তানেরা মাদকাসক্ত হওয়ার আশংকা বাড়ছে অভিভাবকদের মাঝে। ক্রীড়া সংগঠক ও ছাত্রলীগ নেতা ইফতেখার আহাম্মেদ সুজন জানান, “একসময় ভালুকা ডিগ্রী কলেজ মাঠটি ছিল ফুটবলার ও ক্রিকেটারদের মিলনমেলা। আমরা এলাকার ছেলেরাসহ প্রতিদিন মাঠে অনুশীলন করতো শতশত খেলোয়াড়। শুধু তাই নয়, এ মাঠে প্রতি বছর অনেকগুলো ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন হতো। সবসময় প্রাণবন্ত থাকতো খেলোয়াড়দের পদচারণায়। সেই মাঠটি আজ কোন টুর্ণামেন্ট আয়োজন তো দূরের কথা বিকালবেলা এলাকার ছেলে মেয়েদের খেলাধুলা করার অনুমতি পাওয়াও হয়ে গেছে দুষ্কর। কলেজ চলাকালীন সময় গেইট খোলে পরে আবার কলেজ টাইম শেষে তালা দিয়ে দেওয়া হয় সবগুলো গেইটে। কলেজের ভিতরে একটি সুসজ্জিত মসজিদ রয়েছে, ওই মসজিদটিতে ওয়াক্ত ছাড়া আমরা নামাজও পড়তে পারিনা”। বয়েজ ক্লাব সভাপতি এসএম গোলাপ জানান, ভালুকায় অন্যতম ও স্বনামধন্য মাঠটি ভালুকা ডিগ্রী কলেজ মাঠ। মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য সংস্লিষ্ট সকলের প্রতি আমার আকুল আবেদন। ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ জানান, কলেজে খেলাধুলা করার উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই। তবে পরিবেশ রক্ষার্থে কলেজ টাইমের বাইরে মেইন গেইট লাগানো থাকলেও পকেট গেইটটি দিনেরবেলা খোলা থাকে।