|

ভালুকায় দেড় যুগের কমিটি বিলম্বে ক্ষোভ ও হাতাশায় নিমজ্জিত ছাত্রদল

প্রকাশিতঃ ১১:৫৮ পূর্বাহ্ণ | জুন ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ক্ষমতাশীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখাার কমিটির পালা বেশ কয়েকবার বদল হয়েছে। তার বিপরীতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র ছাত্র সংগঠন বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলায় কোন ইউনিটের কমিটিই নেই প্রায় দেড়যুগ ধরে। ২৬ ডিসেম্বর ২০০৩ সালের পর শিল্প সমৃদ্ধ উপজেলাটিতে ছাত্র দলের আর কোন একটি ইউনিটেরও কমিটি হয়নি। দীর্ঘদিন জেল জুলুম অত্যাচার-নির্যাতনের শিকার ছাত্রদল নেতারা কমিটির বিলম্বে ক্ষোভ ও হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বিএনপির যে কোন আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি রাজপথ কাঁপানো ছাত্রসংগঠনটি ভোগছে অভিভাবকহীনতায়। দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা ও হতাশা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় ৪মাস যাবৎ কারাগারে। ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগারের একমাত্র বন্দী সাবেক এই প্রধানমন্ত্রী। ৭৩ ঊর্ধ্ব বয়সের ভারে নজু হয়ে আসা এই নেত্রীর দিন কাটছে রোগে-শোকে। তাঁর মুক্তির দাবিতে কেন্দ্রীয় বিএনপির দেওয়া কর্মসূচি ভালুকা বিএনপি সহ ছাত্রদল সাদামাটা ভাবে কিছুদিন পালন করলেও এখন আর কোনো কিছুতেই নেই তাঁরা। সমপ্রতি কুমিল্লার দুটি মামলায় কারাবন্দী খালেদা জিয়ার জামিনের যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তাতে স্থগিতাদেশ দেয় আপিল বিভাগ। ফলে ঈদুল ফিতরের আগে মুক্তি মিলছে না বিএনপির দেশনেত্রীর। ক্ষোভ ও হাতাশায় নিমজ্জিত তৃণমূল কর্মীরা সঠিক নেতৃত্বের কারণে পারছেনা সফল ভাবে আন্দোলন করতে।
উপজেলা ছাত্রদল নেতা মো. আসাদুজ্জামান শেখ আহসান জানান, ‘ছাত্র সংগঠন হচ্ছে একটি দলের প্রাণ, যখন এই প্রাণ ভোমরারা স্তিমিত হয়ে যায় তখন সংগঠনটি ধীরে ধীরে জৌলস হারাতে থাকে। এভাবে ভালুকা উপজেলা ছাত্রদল আর যদি ২বছর থাকে তাহলে আমার হনে হয় রাজপথে মিছিল মিটিং করার জন্য কোন কর্মী পাওয়া দুষ্কর হয়ে যাবে’।
ছাত্রদল নেতা আরও জানান, ‘ভালুকায় ছাত্রদলের এত দীর্ঘ সময় কমিটি না থাকার বিপরীতে ক্ষমতাশীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের উপজেলা কমিটির পালা বদল হয়েছে ৪বার। তার সাথে সাথে বদল হয়েছে ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটিও। এতে তৈরি হয়েছে হাজার হাজার নেতা কর্মী কিন্তু এর বিপরীতে একটি ছাত্রদলের নেতাও তৈরি হওয়ার সুযোগ হয়নি। অপরদিকে জেল জুলুমে নির্যাতনে অকালে ঝরে গিয়েছে অনেক মেধাবী, ত্যাগী ও পরিশ্রমী ছাত্রদল নেতা। উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল বলেন, এত দীর্ঘ সময় ধরে ছাত্রদলের কমিটি না দেওয়ায় অনেক মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা রাজনীতির ইচ্ছা হারিয়ে ফেলেছে। জেল জুলুমে নির্যাতিত অনেক ছাত্রদলনেতা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কেউ নীরবে নিভৃতে করছে ব্যবসা বাণিজ্য। আ‘লীগ সরকার প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের মিছিলে যে পরিমান নেতা কর্মী দেখা যেতো, এখন তার ছিটে ফুটাও দেখা যায় না। এর একমাত্র কারণ হিসেবে আমি মনে করি দীর্ঘদিন ছাত্রসংগঠনটির কমিটি না দেওয়াকে’।
তিনি আরও বলেন, ‘মাসের পর মাস জেল খেটে আসা একটি ছাত্র নেতা যখন পরিচয় দেওয়ার মত কোন পদ থাকেনা তখন তার চোখে মুখে ভেসে উঠে হতাশার ছাপ। কি পেলো ছাত্রদল থেকে? তখন তার একমাত্র পরিচয় হয় ছাত্রদলের পাগল একজন কর্মী হিসেবেই’।
সাবেক পৌর ছাত্রদলের সভাপতি মতিউর রহমান মিল্টন বলেন, ‘নিয়মিত কমিটি দিলে ভালুকায় আরও হাজার হাজার নেতা তৈরি হতো। কমিটিতে পদ থাকার কারণে হলেও তারা রাজপথে মিছিলে অংশ নিতো। কিন্তু যখন দীর্ঘ দেড়যুগ যাবৎ রাজনীতি করে কোন ইউনিয়ন বা থানা পর্যায়ে তার নামটি থাকেনা তখন আমরা সিনিয়াররা তাদেরকে মিটিং মিছিলে আহবান জানাতে বিব্রত বোধ করি। নিয়মিত সারা বাংলাদেশে ছাত্রদলের কমিটি না থাকার কারণে আমরা অনেক পরিশ্রমী ও মেধাবী ছাত্রদলনেতা হারিয়েছি’।
উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন আহাম্মেদ বাচ্চু বলেন, ছাত্রদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের প্রাণের সংগঠন। দীর্ঘদিন ভালুকায় ছাত্রদলের কমিটি না থাকায় ছাত্ররানীতির যে চর্চাই ব্যাহত হচ্ছে আমরা আশা করবো অনতিবিলম্বে কেন্দ্রীয় নেতারা জেলা ও উপজেলা কমিটি দিয়ে তৃণমূল থেকে মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা বের করে আনবেন। যেন তারা রাজপথে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।

Print Friendly, PDF & Email