ভালুকা থেকে প্রকাশিত “ভালুকার খবর” পত্রিকার প্রথম সংখ্যা উদ্বোধন
প্রকাশিতঃ ১:৫৬ পূর্বাহ্ণ | জুন ১২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: বৃহত্তর ময়মনসিংহর শিল্পসমৃদ্ধ এলাকা ভালুকা থেকে প্রকাশিত “ভালুকার খবর” প্রত্রিকার প্রথম প্রিন্ট সংস্করণ সংখ্যা প্রকাশিত হয়েছে।
সোমবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে অনলাইনের বিশেষ ব্যাবস্থাপনায় প্রকাশিত সংখ্যাটির শুভ উদ্বোধন করা হয়।
ভালুকার খবর পত্রিকার প্রকাশক প্রভাষক আনোয়ার হোসেন তরফদারের সভাপতিতেত্বে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা।
উদ্বোধনি অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ডাঃ এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শওকত আলি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদেকুর রহমান তালুকদার, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাবেক সভাপতি আব্দুল আওয়াল ঢালী ও কামরুল হাসান পাঠান কামাল, ভালুকার খবরের সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, ভালুকা প্রেসক্লাবের কোষাধ্যাক্ষ আব্দুল ওয়াদুদ মিয়া, কার্যকরি পরিষদ সদস্য মোকলেছুর রহমান মনির ও হাদিকুর রহমান হাদিস, আজীবন সদস্য অলমগীর হোসেন, শাহ মোহাম্মদ হাসান, আসাদুজ্জামান ফজলু, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মো. এনামুল তরফদার, যুবলীগ নেতা প্রভাষক মতিউর রহমান মতিন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম প্রমুখ।