|

যুগান্তরী খনা

প্রকাশিতঃ ১১:১৩ পূর্বাহ্ণ | জুন ১২, ২০১৮

যুগান্তরী খনা

মুরসালিন চৌধুরী ফাহুম
*************
প্রিয়ংবদা বলতে বলতে,
প্রিয়ভাষী বানিয়ে ;
অনুসূয়া হতে বলো,
অতিশীঘ্র নবোঢ়া সাজিয়ে ;
বীরপ্রসূ হতেই হবে,
কতশত নিয়মকানুন ;
বন্ধ্যা অবীরা কপালে এলে,
সদরদোড় এবার মাপুন ;
সুস্মিতা আমি যতই থাকি,
লাভের পেয়ালায় তবুও ধুলো ;
প্রোষিতভর্তৃকা হলেই জানি,
আমিযে ছাই ফেলতে ভাঙা কুলো ;
শুচিস্মিতা হয়ে হয়ে,
চলতে গেলেই জীবন পথে ;
কুট কুট কুট এলার্জিতে,
সবাই উঠাবেই কুটনির রথে ;

অনন্যা যে ভাবোনি আজো,
ভাবোনি কখনো বীরাঙ্গনা ;
আমি নারী, তোমারই সহযোগী,
আমিযে একটাই যুগান্তরী খনা ;

Print Friendly, PDF & Email