|

জাককানইবি ভালুকা স্টুডেন্ট এসোয়িয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিতঃ ১:০৪ পূর্বাহ্ণ | জুন ১৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়স্থ ভালুকা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো. মিসবাহুল ইসলাম সা‘দ এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা, পৌর মেয়র ডাঃ এ.কে.এম. মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যন মনিরা সুলতানা মনি, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, উপজেলা আ‘লীগের দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও জাককানইবি‘র সহকারী রেজিস্ট্রার আমিনুল ইসলাম, জাককানইবি‘র সংগীত বিভাগের পার্সোনাল অফিসার মো. নজরুল ইসলাম, ভিসি কার্যালয়ের গণযোগাযোগ ও পার্সোনাল অফিসার মো. হাফিজুর রহমানসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

   

Print Friendly, PDF & Email