ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য রতন রায়ের মাতৃবিয়োগ
প্রকাশিতঃ ১২:২৩ পূর্বাহ্ণ | জুন ১৪, ২০১৮

মো. রফিকুল ইসলাম রফিক: ভালুকা প্রেসক্লাবের আজিবন সদস্য রতন রায়ের রায়ের মাতা আজীবন সদস্য বিরেন রায়ের কাকি শ্রীমতি অমলা রায় আর নেই। আজ বুধবার বেলা আনুমানিক সোয়া ৩টার দিকে ভালুকা পৌরসভাস্থ ২নং ওয়ার্ডের (নতুন বাসষ্ট্যান্ড সংলগ্ন) নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে সহ নাতী-নাতনি ও অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন।
বুধবার সন্ধা রাতে পারিবারিক শ্বষানে তাঁর শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৃত্যু সংবাদে শোকাহত পরিবারকে সান্তনা দিতে তাঁদের বাড়ীতে জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতি কর্মী, ব্যাবসায়ী সহ নানা শ্রেনী পেশার মানুষ ছুটে যান।
ভালুকা পৌরসভার মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, পৌর কাউন্সিলর মো. মুখলেছুর রহমান মুকুল, ভালুকা বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান , ভালুকা প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান মানিক, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, সাবেক সাধারন সম্পাদক এমএ মালেক খান উজ্জল, সাংবাদিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, সাপ্তাহিক আলোর ছোঁয়া সম্পাদক খলিলুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, সদস্য রফিকুল ইসলাম সহ অনেকেই তাৎক্ষনিক সংবাদে তাঁদের বাড়ীতে ছুটে যান।