|

ভালুকা রাস্তা পারাপারের সময় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিতঃ ৮:৩৬ অপরাহ্ণ | জুন ২০, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় উপজেলার থানার মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার খারুয়ালী গ্রামের জয়নাল আবেদিন (৬৫) রাস্তা পারাপারের সময় সৌখিন পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email