|

সৈয়দ নুরুল ইসলাম

প্রকাশিতঃ ১:১৯ অপরাহ্ণ | জুন ২২, ২০১৮

সুজাউদ্দৌল্লাহ:

মানবতার সেবায় নিবেদিত প্রান
তুমি রাখবে দেশের মান,
সত্য পথের দিশারী তুমি
সৈয়দ নুরুল ইসলাম।
তুমি আমার মহান নেতা
সে যে বঙ্গবন্দুর অবদান,
৭১ থেকে এসেছ তুমি
সৈয়দ নুরুল ইসলাম।
মুক্তিযুদ্ধের চেতনায় তুমি
এই সোনার বাংলার তরে,
দুঃখীদের মুখে হাসি ফোটাও
সাহায্য সহযোগীতা করে।
যেন বঙ্গবন্দুর শেষ রক্তবিন্দু
তোমার শিরায় প্রবাহমান,
সেই আদর্শের সৈনিক তুমি
সৈয়দ নুরুল ইসলাম।
সাহসী উজ্জ্বল নক্ষত্র তুমি
পুলিশে উদীয় মান,
ময়মনসিংহের আস্থার প্রতীক
এস পি নুরুল ইসলাম।
শুণ্য কোটা ঘোষণা দিলে
মাদক দমনের তরে,
শীকর থেকে নির্মুল করেছ
আইন প্রয়োগ করে।
মানবতাই যার প্রানের নেশা
সেতো রাখবেই দেশের মান,
সে আর কেহ নয়
সৈয়দ নুরুল ইসলাম।।

লেখক: কবি ও পুলিশ সদস্য ভালুকা মডের থানা।

Print Friendly, PDF & Email