ভালুকায় ফিল্মী স্টাইলে দোকানপাট ভাংচুর লুটপাট
প্রকাশিতঃ ৭:১২ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসনে তরফদার: ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিল্মী স্টাইলে দোকানপাট ভাংচুর লুটপাট ও সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার উথুরা ইউনিয়নের খোলাবাড়ি মোড়ে। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা নং ৪৮(২১-৬-১৮ইং) দায়ের করেছে।
মামলা সূত্রে জানাযায়, উথুরা ইউনিয়নের আব্দুল হান্নান দুলা মিয়ার ছেলে রাসেদ মিয়ার সাথে একই এলাকার আব্দুস সুবাহান মিয়ার ছেলে সিরু মিয়ার সাথে কথা কাটাকাটি হয় পরে স্থানীয় মেম্বার শহিদ মিয়া সন্ধায় বসে মিমাংশা করে দিবে বলে ২জনকে বিদায় করে। পরে বিকালে রাসেদ মিয়ার ব্যাবসা প্রতিষ্ঠানে মো. সিরু মিয়া, রাকিব মিয়া, বিল্লাল হোসেন, হাফিজুল ইসলাম, রাজিব মিয়া, বাসানি মিয়া, মফিজুল ইসলাম, সাইদুল ইসলাম ও মো. নূরুল ইসলাম নেতৃত্বে দেশীয় অস্ত্র-সস্ত্র লাঠিসোটা, রড, হকিস্টিক নিয়ে অতর্কিতভাবে ভাংচুর লুটপাট চালায়। এতে দোকানে থাকা রাসেদ মিয়া গুরুতর আহত হয়। এসময় দোকান পাট ব্যাপক ভাংচুর, দোকানে থাকা নগদ ১২লক্ষ টাকা ও মালামাল লুটপাট করার ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মামলা রুজু হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।