বলনা কেন তুমি বহুদূর
প্রকাশিতঃ ৭:৩২ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৮

শাকিল স্বপ্ন:
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর।
জানো না তুমিহীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে,
হিসেবে বেহিসেবে
তোমাকেই খুঁজি।
আড়ালে আড়ালে,
কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি?
লেখক: অভিনেতা