|

ভালুকায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

প্রকাশিতঃ ৯:৫১ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় আর্ন্তজাতিক মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষ্যে মাদকমুক্ত সমাজ বিনির্মানের প্রত্যয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়েিএকই স্থানে এসে মিলিত হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ।

র‌্যালীতে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

Print Friendly, PDF & Email