আমি বাংলাকে ভালবাসি
প্রকাশিতঃ ১০:২২ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৮

শেখ সাদিয়া আরাফিন:
আমি জন্ম নিয়ে প্রথম দেখেছি আমার বাংলা মায়ের মুখ
আমি তাহার মাঝে খুঁজে পেয়েছি জীবনের সব সুখ
সবুজ এর নীরে পূবালী বাতাসে দিয়ে যায় মনে দোল
নানা রঙে, সুভাষিত করা ফোটে হাজারো ফুল
নদীর ঐ কলকাকলিতে জলে থৈ থৈ দুই কুল
মাঝি ভাইয়ের গাওয়া ভাটিয়ালি গানে হয়ে উঠে মন ব্যাকুল
হাজারো পাখির কিচি মিচি ডাকে মুখরিত চারপাশ
নিশি রাত্রে বাঁস বাগানে মাথার উপর চাঁদ হাসে বার মাস
প্রভাতে সূর্যের আলোতে মুক্তো দানার মত চিকচিক করে কুয়াশা ঘেরা ঘাস
৩০ লক্ষ জীবনের দামে পেয়েছি বাংলা মায়ের প্রাণ
২লক্ষের অধিক মহীয়সী নারীর সম্মান দিয়ে রেখে গেছে বংলার মান
জীবন দিয়ে মহান নেতা শেখ মুজিব রহমান
দেশ প্রেম এর কাছে সব কিছু তুচ্ছ দিয়ে গেছেন তার প্রমান
তাই আমি বাংলাকে ভালো বাসি পূব জন্ম নিলেও জেন এই বাংলাতেই ফিরে আসি