|

ভালুকায় সরকারী রাস্তা দখলের অভিযোগ

প্রকাশিতঃ ৩:৫২ পূর্বাহ্ণ | জুন ২৮, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকার পাড়া হতে জলিলের ভিটা হয়ে মনোহরপুর পর্যন্ত সরকারী রাস্তার মাটি কেটে রাস্তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার  সকালে সরেজমিনে গেলে ওই গ্রামের নূরুল ইসলাম, রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় ২০/২৫ বছর পূর্বে হবিরবাড়ী ইউনিয় চেয়ারম্যান আলহাজ নিজাম উদ্দীন ওয়ার্ড মেম্বার আবেদ আলী খন্দকারের মাধ্যমে সরকারী অর্থায়নে ১৬ ফিট প্রস্থে রাস্তাটি তৈরী করেন। এবং এ পর্যন্ত ইউনিয়ন পরিষদের অর্থায়নের মাধ্যমে একাধীবার রাস্তাটি সংস্কার হয়েছে। সম্প্রতি জলিলের ভিটা এলাকায় আব্দুল খালেক ও তার ছেলে সফিকুল ইসলাম এলাকাবাসীর বাধা নিষেধ অমান্য করে রাস্তার গতি পরিবর্তন করে মাটি ফেলে কিছু অংশ তাদের দখলে নিয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ ওই এলকার কয়েকশ বাড়ীঘরের লোকজন এ রাস্তাটি দিয়ে চলাচল করে থাকে, রাস্তাটি সরু হওয়ায় কোন যানবাহন চলাচল করতে পারে না। ফলে এলাকার কৃষকের ধান চাল ও মালামাল পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে সফিকুল ইসলাম জানান ওই অংশে রাস্তাটি তার জমির উপর দিয়ে গিয়েছে, নিয়মানুসারে অর্ধেক রাস্তা পাশের জমির উপরদিয়ে দিতে হবে,বাড়াবাড়ি করলে রাস্তা দেয়া হবেনা।

এ ব্যাপারে হবিরবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু জানান সরকারী রাস্তা দখল কিংবা গতিপরিবর্তন করা যাবেনা, একজন ইউপি সদস্য পাঠিয়ে বিষয়টির তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার কথা জানান।

Print Friendly, PDF & Email