|

ত্রিশালে এনা বাস উল্টে নারীসহ নিহত ২ আহত ২০

প্রকাশিতঃ ৮:৪৬ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর:  ত্রিশালে এনা বাস উল্টে নারীসহ ২ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার  বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বিষয়টি  নিশ্চিত বলেন, বিকেলে যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

Print Friendly, PDF & Email