|

গ্রিলের ফাঁকে আটকে গেল শিশুর মাথা, অতঃপর…(ভিডিও)

প্রকাশিতঃ ৭:০১ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবরঃ ঘরের জানালার গ্রিলে ঝুলছে দেড় বছর বয়সী একটি শিশু। তার গলা আটকে আছে দুই শিকের ফাঁকে। সেখান বের হওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে শিশুটি। একই সঙ্গে গলায় ফাঁস লাগা থেকে বাঁচতে দুই হাত জানালায় আকড়ে ধরেছেন। এ রকমই একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে,  ঘটনাটি চীনের একটি শহরের। একতলার ঘরে একাই ছিল শিশুটি। খেলার ছলে কোনোভাবে গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে যায় তার শরীর। কিন্তু মাথাটি আটকে যায় গ্রিলের মধ্যে। সেভাবেই ঝুলতে ঝুলতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে শিশুটি। দেওয়ালে লাথি মারতেও দেখা যায় তাকে।

এদিকে, শিশুটিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। ভিডিওতে শোনা যাচ্ছে, জোরে দরজা ধাক্কানোর শব্দও। যাতে স্পষ্ট, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শিশুটি কোনভাবে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য নিচে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন অনেকে। শেষ পর্যন্ত অবশ্যই শিশুটির ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email