ভালুকায় ইভটিজিং করায় বখাটেকে পুলিশে দিলো মেয়ের বাবা
প্রকাশিতঃ ১:১০ পূর্বাহ্ণ | জুলাই ০৯, ২০১৮

সুজিত মিত্র, ভালুকার খবর: ভালুকায় স্কুল পড়ুয়া মেয়েকে রাস্তায় ইভটিজিং করায় এক বখাটেকে পুলিশে দিয়েছে মেয়ের বাবা। রোববার বিকালে উপজেলার পাঁচ রাস্তার মোড় থেকে ওই যুবককে স্থানীয়দের সহযোগীতায় আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করেছে মেয়ের বাবা।
পুলিশ জানায়, হালিমুন্নেছা চৌধুরানী স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী মুন্নি আক্তারকে ইভটিজিং করার অভিযোগে উপজেলার গোয়ারী গ্রামের আশরাফ আলীর ছেলে আশিক মিয়াকে (১৫) পুলিশে দিয়েছে মেয়ের বাবা মঞ্জরুল হক সবুজ। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভালুকা মডের থানার অফিসার ইনচার্জ ফিরুজ তালুকদার পিপিএম জানান, আমি বিষয়টি শুনেছি, জরুরী কাজে ময়মনসিংহে আছি।
