গফরগাঁও ব্রহ্মপুত্র নদে দুই দিন ধরে ভাসছে যুবকের লাশ
প্রকাশিতঃ ১:৪৯ পূর্বাহ্ণ | জুলাই ০৯, ২০১৮

আজাহারুল হক, গফরগাঁওঃ গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে দুদিন ধরে ভাসছে এক অজ্ঞাত যুবকের মরদেহ। শনিবার থেকে স্থানীয় বাসিন্দারা লাশটি ভাসতে দেখলেও রবিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সেটি উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্র জানায়, পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল বটতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে যুবকের লাশটি ভাসছিল। তার গায়ে কালো রঙের প্যান্ট এবং ছাই রঙের গেঞ্জি রয়েছে। যুবকের বয়স আনুমানিক ২৩-২৫ বছর।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিতে পুলিশ পাঠানো হচ্ছে।