ভালুকায় বিজিবির সীমান্ত ব্যাংকের শাখা উদ্ভোধন
প্রকাশিতঃ ২:১৮ পূর্বাহ্ণ | জুলাই ০৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা সীমান্ত ব্যাংকের ১১তম শাখার উদ্ভোধন হয়েছে। রোববার সকালে উপজেলা সিডস্টোর বাজারে বর্ডার গার্ড বাংলাদেশ কল্যান ট্রাস্ট এর সীমান্ত ব্যাংক এর ১১তম ওই শাখা উদ্ভোধন হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিব ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবিএমএবং সীমান্ত ব্যাংক লি: এর ব্যাবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেছুর রহমান, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, শিল্পপতি ও সমাজ সেবক আবুল কালাম আজাদ, রাজৈ ইউনিয়ন আ‘লীগের সভাপতি নুরুজ্জামান খান, শাখা ব্যাবস্থাপক সৈকত হাসান মানিকসহ ব্যাবসায়ী ও স্থানীয় গণ্যমান্যা ব্যাক্তি বর্গ।