ভালুকায় মোটা হওয়ার ঔষধ খেয়ে যুবকের মৃত্যু
প্রকাশিতঃ ১২:৫৮ পূর্বাহ্ণ | জুলাই ১১, ২০১৮

চাষা জহির, ভালুকার খবর: ভালুকায় মোটা হওয়ার ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীফুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামে । হারবাল বেনামী এক ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরে অল্প দিনে তার শরীর অসম্ভব ভাবে মোটা হয়ে পড়েছিল বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। অপরিণত বয়সী সদালাপী হাসিখুশি ছেলেটির মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে্ এসেছে। শরিফুল ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ভালুকার শিশু বিশেষজ্ঞ ডঃ মুশফিকুর রহমান জানান, হারবাল এসব ঔষধ মানুষের কিডনি, হার্ট ও লিবারের মারাত্মক ক্ষতি হয়। অনেক ক্ষেত্রে প্রাণ হানিও ঘটে । বাংলাদেশ ও ভারতের কিছু টিভি চ্যানেলে মোহনীয় কিছু বিজ্ঞাপন প্রচার করা হয়।যার মধ্যে রয়েছে যৌন দূর্বলতা ও স্বাস্থ্যহীনতা। এসব বিজ্ঞাপনের মোহে পড়ে সহজ-সরল মানুষ প্রতারণার শিকার হয়।এই চক্রগুলো হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। চক্ষু লজ্জার ভয়ে কেউ এসব ঔষখ খেয়ে ক্ষতি হলেও কাওকে কিছু বলেনা। এসব বিষয়ে সংশ্লিষ্ট সকলকেই অগ্রনী ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি।