|

ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে যুবনেতা পারুলের আগাম তৎপরতা

প্রকাশিতঃ ২:৩০ পূর্বাহ্ণ | জুলাই ১৩, ২০১৮

প্রভাষক আনোয়ার হোসেন তরফদারঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বাংলাদেশ আ‘লীগ থেকে মনোনয়ন পেতে আগাম গণসংযোগে নেমে পড়েছেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য ও ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল। তিনি ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে। আগামী ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আ‘লীগ থেকে প্রার্থী হওয়ার প্রত্যাশার কথা জানান।

উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েক জন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল একজন সফল রাজনীতিবিদ ও বলিষ্ট সংগঠক। তিনি জনপ্রতিনিধি হলে ভালুকার মানুষের অনেক প্রত্যাশা পূরণ করতে পারবেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ভালুকার রাজনীতিতে এক চমক দেখান এজাদুল হক পারুল। ভালুকার যুবসমাজের মনে ঠাই করে সাংগঠনিক দক্ষতার শক্তিকে পুঁজি করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হিসেবে আগাম গণসংযোগে নেমে পড়েছেন পারুল। তিনি কাজটা শুরু করেন ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে। এরপর থেকে পারুলের পক্ষের নেতা-কর্মী ও সমর্থকেরা ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় সভার আয়োজন করেন। এসব সভায় তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য এলাকার লোকজনের সমর্থন চান।

পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল বলেন, ‘এজাদুল হক পারুল ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে মানুষের উপকারে যে ভাবে ঝাঁপিয়ে পড়েন উপজেলা চেয়ারম্যান হতে পারলে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবেন বলে আমরা আশা করি।’ আমাদের বিশ্বাস উপজেলা পরিষদ চেয়োরম্যান হিসেবে আ‘লীগ থেকে ভালুকার যুবসমাজের অহংকার এজাদুল হক পারুল ভাইকেই জননেত্রী শেখ হাসিনা সিলেক্ট করবেন।

এ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের সাথে কথা হলে তিনি বলেন, জনগণের সেবা করার জন্যই রাজনীতিতে নাম লিখিয়েছিলাম। আমার সর্বচ্চ দিয়ে চেষ্টাও করেছি সবসময়। রাজনৈতিক পদে থাকলেই ইচ্ছা করলে অনেককিছু করা যায়না। আমি ভালুকার মানুষের সেবা করতে চাই। আমার বিশ্বাস ভালুকার জনগণ ও আ‘লীগের নেতৃস্থানীয় নেতারা আমাকে সে সুযোগ দিবেন। আমি ভালুকারবাসীর দোয়া চাই। মহান আল্লাহ যেন আমাকে মানুষের সেবা করার তৈফিক দান করেন।

 

Chat Conversation End
Type a message…
Print Friendly, PDF & Email