|

ভালুকায় অভ্যুদয়‘র সভা অনুষ্টিত

প্রকাশিতঃ ১:২৭ পূর্বাহ্ণ | জুলাই ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর সাধারণ পরিষদের সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে বর্তমান সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলের সঞ্চালনায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভ্যুদয় এর প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যুদয় এর উপদেষ্টা ও ভালুকা ডিগ্রী কলেজের উপাধ্যাক্ষ কামরুজ্জামান তুহিন ও অভ্যুদয় এর প্রতিষ্টাতা চেয়ারম্যান বদরুল আহসান টিপু।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মিসবাহুল ইসলাম সা‘দ ও তানভির হোসাইন ইমন, সাংগঠনিক সম্পাদক মোখছেদুর রহমান মামুন, কোষাধ্যাক্ষ তারিকুল ইসলাম মিলন, সাবেক সাধারণ সম্পাদক ইমন তালুকদার সাগর, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রাসেল মৃধা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রিটন, সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, পরিবেশ বিষয়ক সম্পদক রিয়াদ আমান, কৃষি বিষয়ক সম্পদক দৌলত হোসেন, তথ্য বিষয়ক সম্পদক সাখাওয়াত হোসেন সুমন, মানব সম্পদ বিষয়ক সম্পদক হুমাউন আহাম্মেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পদক তারিকুল ইসলাম তারেক, মহিলা বিষয়ক সম্পাদক তুরা রায়, আপ্যায়ন বিষয়ক সম্পদক নাঈম খান, কার্যকরি পরিষদ সদস্য রফিকুল ইসলাম রফিক, শাহজাহান তালুকদার, আল মাহমুদ পিয়াস, তৈহিদুর রহমান রাসেল, রাশেদ রানা, সহ সম্পাদক আল-আমিন ইজাস সরকার প্রমুখ।
তাছাড়া টেলেন্টড বয়েজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email