|

অভ্যুদয়‘র নয়া সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রিপেল

প্রকাশিতঃ ১:৩২ পূর্বাহ্ণ | জুলাই ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: সমাজসেবায় উৎসাহমূলক স্বেচ্ছাসেবী সংগঠন অভ্যুদয় এর সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে ভালুকা প্রেসক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেল পূর্বে অভ্যুদয় এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। চাকুরী ও ব্যাক্তিগত সমস্যার কারণে অভ্যুদয় এর সাধারণ সম্পাদক ডাঃ মো. রেজাউল করিম অপু স্বেচ্ছায় অব্যাহতি নিলে পদটি শূণ্য হয়। পরে যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা জুয়েব রাতুল প্রায় ৮মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। আলী রেজা জুয়েব রাতুল ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করার কারণে তাঁর পক্ষেও ভালো ভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিলো না তাই সর্বসম্মতিক্রমে পরবর্তী যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

অভ্যুদয়‘র নতুন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেল বলেন, আমি সকলের দোয়া ও সহযোগীতা চাই। আমি চেষ্টা করবো সকলের সহযোগীতায় অভ্যুদয়কে ভালুকার মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার।

Print Friendly, PDF & Email