|

ভালুকার দুই পরিশ্রমী ছাত্রনেতা জায়গা পেলেন জেলা ছাত্রদলে

প্রকাশিতঃ ৪:০৯ পূর্বাহ্ণ | জুলাই ১৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলা ছাত্রদলের মেধাবী পরিশ্রমী ছাত্রনেতা কাওসার আহাম্মেদ কাজল ও মোহাইমিনুল ইসলাম তালুকদার নবগঠিত জেলা ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসানের স্বাক্ষরিত ময়মনসিংহ জেলা ছাত্রদলের আংশিক কমিটি প্রকাশ হয়।

ওই কমিটিতে ভালুকা উপজেলা ছাত্রদলের মেধাবী ছাত্রনেতা কাওসার আহাম্মেদ কাজল ও মোহাইমিনুল ইসলাম তালুকদার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া ভালুকা বিএনপির রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। উচ্ছোসিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভালুকা উপজেলা ছাত্রদলের নেতা কর্মীরা। তারা নবগঠিক জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান রানা ও সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হানকে অভিনন্দন জানিয়ে অতি দ্রুত ভালুকা উপজেলা কমিটি ঘোষণা করার দাবি জানান।

Print Friendly, PDF & Email